হোম > অপরাধ > ঢাকা

চাচাতো ভাইয়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, পরদিন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন (৩৫) নামের প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই সুজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আল আমিন উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আল আমিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আল আমিনকে তাঁর চাচাতো ভাই সুজন (৩৪) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তাঁরা কেউ বাড়িতে আসেনি। রাতে দুজনের মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে সুজন বাড়ি একা ফিরে আসেন। এ সময় সুজনকে আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি অসংলগ্ন উত্তর দেয়। এতে তাঁর কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পরে সোনারগাঁও থানা-পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য সুজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সুজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার