হোম > অপরাধ > ঢাকা

খেলার কথা বলে প্রতিবেশীর শিশুকে অপহরণ, গ্রেপ্তার দম্পতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে প্রতিবেশীর শিশুকে (২) খেলার কথা বলে ডেকে নিয়ে অপহরণ করেন দম্পতি। মুক্তিপণ হিসেবে দাবি করেন আড়াই লাখ টাকা। অভিযোগ পেয়ে শিশুটিকে উদ্ধার ও ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল বুধবার রাত ১০টায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

আজ ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসপি মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। 

শিশু তাবাসসুম সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তাবাসসুমের বাবা মো. দুলাল মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার কৃষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পোশাক শ্রমিক। 

গ্রেপ্তাররা হলেন—চাঁন মিয়া (৩০) ও তাঁর স্ত্রী বৃষ্টি (২৮)। তাঁরা সাভারে একই বাড়িতে ভাড়া থাকতেন। চান মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার তাঞ্চনপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার স্ত্রী বৃষ্টি ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ বাজারের বাসিন্দা। বৃষ্টি আক্তার গৃহিণী হলেও চান মিয়া বেকার ছিলেন। ঘটনার প্রায় ৬ মাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নেন চাঁন মিয়া। 

পুলিশ জানায়, গত ৩০ মে বিকেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিশুটিকে অপহরণের জন্যেই বাসায় এসে ডেকে নেন প্রতিবেশী দম্পতি। পরে মোবাইলে কল দিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, একই বাড়িতে ভাড়া থাকার কারণে আসামি ও ভুক্তভোগী পরিবারের মধ্যে পূর্ব পরিচয় ছিল। সে সূত্রেই ওই ভুক্তভোগীদের ঘরে যাতায়াত করতেন আসামিরা। ফকিরাপুলে অভিযান চালিয়ে চাঁন মিয়া ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছেই শিশুটি ছিল। প্রাথমিকভাবে ওই দম্পতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন