হোম > অপরাধ > ঢাকা

সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ (১৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়।

এর আগে গত সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে স্বামী লাল চান মিয়াসহ (৩১) চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অন্য তিনজন হলেন রন্টু চৌকিদার (৪০), নাসিরুদ্দীন (৩৮) ও শরীফ মিয়া (৩২)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে লাল চান মিয়ার সঙ্গে বিয়ে হয় পিতৃহীন ওই গৃহবধূর। বিয়ের পর থেকে লাল চান মিয়া তাঁর স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানোর চেষ্টায় লিপ্ত হন। কিন্তু নানা কৌশলে গৃহবধূ নিজেকে রক্ষা করে আসছিলেন। এ পরিস্থিতিতে সোমবার (২৭ জুন) রাত ৮টার দিকে গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথে শাহপুর রাস্তার মোড় থেকে তাঁকে তুলে পার্শ্ববর্তী জমিতে নিয়ে রাতভর ধর্ষণ করে ছয়-সাতজন। পরে গতকাল সকালে ওই গৃহবধূকে তারা রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন গৃহবধূকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ২টার দিকে গৃহবধূর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর মামা বাদী হয়ে স্বামী লাল চান মিয়াসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে আজ বুধবার নিকলী থানায় মামলা করেছেন।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ‘গৃহবধূ মারা যাওয়ার আগে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সংঘবদ্ধ ঘটনায় জড়িত পাঁচজনের নাম জানিয়েছেন। তাদের মধ্যে রনি মিয়া ছাড়া বাকি চারজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। রনি মিয়াসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ