হোম > অপরাধ > ঢাকা

সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ (১৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়।

এর আগে গত সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে স্বামী লাল চান মিয়াসহ (৩১) চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অন্য তিনজন হলেন রন্টু চৌকিদার (৪০), নাসিরুদ্দীন (৩৮) ও শরীফ মিয়া (৩২)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে লাল চান মিয়ার সঙ্গে বিয়ে হয় পিতৃহীন ওই গৃহবধূর। বিয়ের পর থেকে লাল চান মিয়া তাঁর স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানোর চেষ্টায় লিপ্ত হন। কিন্তু নানা কৌশলে গৃহবধূ নিজেকে রক্ষা করে আসছিলেন। এ পরিস্থিতিতে সোমবার (২৭ জুন) রাত ৮টার দিকে গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথে শাহপুর রাস্তার মোড় থেকে তাঁকে তুলে পার্শ্ববর্তী জমিতে নিয়ে রাতভর ধর্ষণ করে ছয়-সাতজন। পরে গতকাল সকালে ওই গৃহবধূকে তারা রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন গৃহবধূকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ২টার দিকে গৃহবধূর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর মামা বাদী হয়ে স্বামী লাল চান মিয়াসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে আজ বুধবার নিকলী থানায় মামলা করেছেন।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, ‘গৃহবধূ মারা যাওয়ার আগে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সংঘবদ্ধ ঘটনায় জড়িত পাঁচজনের নাম জানিয়েছেন। তাদের মধ্যে রনি মিয়া ছাড়া বাকি চারজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। রনি মিয়াসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট