হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ হাশিম শেখ (৬৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে নিজের ঘাসের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাশিম ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির অদূরে হাশিম শেখের ঘাসের জমি ছিল। প্রায় দিনই জমি থেকে ঘাস চুরি হতো। আজ ভোরে জমিতে ঘাস কাটতে যান তিনি। সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাশেম শেখের ছেলে আরিফ জানান, তাঁর বাবার সঙ্গে আগে কারও বিরোধ ছিল না। তাঁরা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ক্লু উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১