হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ হাশিম শেখ (৬৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে নিজের ঘাসের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাশিম ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির অদূরে হাশিম শেখের ঘাসের জমি ছিল। প্রায় দিনই জমি থেকে ঘাস চুরি হতো। আজ ভোরে জমিতে ঘাস কাটতে যান তিনি। সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাশেম শেখের ছেলে আরিফ জানান, তাঁর বাবার সঙ্গে আগে কারও বিরোধ ছিল না। তাঁরা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ক্লু উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান