হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ হাশিম শেখ (৬৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে নিজের ঘাসের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাশিম ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির অদূরে হাশিম শেখের ঘাসের জমি ছিল। প্রায় দিনই জমি থেকে ঘাস চুরি হতো। আজ ভোরে জমিতে ঘাস কাটতে যান তিনি। সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাশেম শেখের ছেলে আরিফ জানান, তাঁর বাবার সঙ্গে আগে কারও বিরোধ ছিল না। তাঁরা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ক্লু উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের