হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ হাশিম শেখ (৬৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে নিজের ঘাসের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাশিম ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির অদূরে হাশিম শেখের ঘাসের জমি ছিল। প্রায় দিনই জমি থেকে ঘাস চুরি হতো। আজ ভোরে জমিতে ঘাস কাটতে যান তিনি। সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাশেম শেখের ছেলে আরিফ জানান, তাঁর বাবার সঙ্গে আগে কারও বিরোধ ছিল না। তাঁরা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ক্লু উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩