হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ৮৩৬১ পিস ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮ হাজার ৩৬১ পিস ভারতীয় শাড়িসহ একজনকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। আজ সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমানের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে সাইনবোর্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকার বাসিন্দা। 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন পাগলা মাধ্যমে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীনের নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক কুমিল্লা থেকে ঢাকাগামী দুটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে কাভার্ড ভ্যান দুটি এগিয়ে যেতে থাকে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গাড়ি দুটি আটক করেন। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৮ হাজার ৩৬১ পিস শাড়িসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার বলেন, জব্দ করা শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আনোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট