হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ৮৩৬১ পিস ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮ হাজার ৩৬১ পিস ভারতীয় শাড়িসহ একজনকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। আজ সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমানের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে সাইনবোর্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকার বাসিন্দা। 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন পাগলা মাধ্যমে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীনের নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক কুমিল্লা থেকে ঢাকাগামী দুটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে কাভার্ড ভ্যান দুটি এগিয়ে যেতে থাকে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গাড়ি দুটি আটক করেন। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৮ হাজার ৩৬১ পিস শাড়িসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার বলেন, জব্দ করা শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আনোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন