হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ৮৩৬১ পিস ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮ হাজার ৩৬১ পিস ভারতীয় শাড়িসহ একজনকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। আজ সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমানের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল রোববার দিবাগত রাতে সাইনবোর্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকার বাসিন্দা। 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন পাগলা মাধ্যমে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীনের নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক কুমিল্লা থেকে ঢাকাগামী দুটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে কাভার্ড ভ্যান দুটি এগিয়ে যেতে থাকে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গাড়ি দুটি আটক করেন। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৮ হাজার ৩৬১ পিস শাড়িসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার বলেন, জব্দ করা শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আনোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু