জঙ্গি আস্তানা হিসেবে ঘিরে রাখা নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মিরাবাড়ি থেকে তিনটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছে। আস্তানাটিতে এখনো অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, জঙ্গি আস্তানা থেকে তিনটি শক্তিশালী আইইডি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান এখনো চলছে। অভিযান–পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
এর আগে আবদুল্লাহ আল মামুন নামের এক নব্য জেএমবি সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মিরাবাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: