হোম > অপরাধ > ঢাকা

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে স্বামীর ওপর অভিমান করে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। 

মৃত শারমিন আক্তার গোসাইরহাটের নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের সোহেল মাঝির স্ত্রী এবং একই এলাকার মোবারক হাওলাদারের মেয়ে। 

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সোহেলের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান গৃহবধূ শারমিন। গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে অভিমান করে শারমিন পাশের ঘরে গিয়ে বিষপান করেন। কিছুক্ষণ পর সোহেল স্ত্রীকে বিছানায় না দেখে খুঁজতে যান। এ সময় পাশের ঘরে স্ত্রীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে সোহেল চিৎকার করতে থাকেন। 

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শারমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের স্বামী সোহেল মাঝি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রীর সঙ্গে তর্কবিতর্ক হয়। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই বিষপান করে শারমিন আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে গোসাইরহাট থানার এসআই শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন