হোম > অপরাধ > ঢাকা

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ১ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মফিজ উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুবাক্কার (৪৫) করিমগঞ্জ উপজেলা সদরের খুদিরজঙ্গল গ্রামের মৃত আ. জব্বারের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হারেছ (৫৫) একই গ্রামের হাচু মিয়ার ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৫ মে রাতে করিমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন কৃষক মফিজ উদ্দিন (৬৫)। পরে রাতে বাড়ি না ফিরলে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে খুদিরজঙ্গল কাঠের সেতুর নিচে তাঁর মরদেহ পাওয়া যায়। 

এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আলী আকবর বাদী হয়ে ২২ মে আবুবাক্কার ও মো. হারেছকে সন্দেহভাজন আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ আব্দুল্লাহ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। 

এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন আবদুল খালেক দাদন, আসামি পক্ষে ছিলেন আলী আজগর আকন্দ সৈকত ও অ্যাডভোকেট মহিউদ্দিন। 

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন