হোম > অপরাধ > ঢাকা

সদ্য বিবাহিত কিশোরীকে ছুরিকাঘাত করে কিশোরের বিষপান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৬) ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই বিষপান করেছে কিশোর।

আজ সোমবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতকারী কিশোর এলাকার এক মালয়েশিয়াপ্রবাসীর ছেলে। তারা দুজনই স্থানীয় উচ্চবিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে। 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিনের পরিচিত। স্কুলেই প্রেমের সম্পর্ক হয়। গত শুক্রবার (১ এপ্রিল) কিশোরীর সঙ্গে হাসনাবাদ গ্রামের প্রবাসী এক যুবকের বিয়ে দেয় তার পরিবার। আজ দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ওই কিশোর ও তার সঙ্গীরা কিশোরীর পথরোধ করে। 

এ সময় কিশোর তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোরীর মুখে, মাথায় ছুরিকাঘাত করতে থাকে কিশোর। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর কিশোর বিষপান করে কিশোরীর গায়ের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। 

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর বলেন, ‘বিষপানের কথা শুনে আমি বাড়ি থেকে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ওই মেয়েকে নাকি ছুরিকাঘাত করে তারপর বিষপান করেছে ওই কিশোর। তবে তাদের দুজনের মধ্যে প্রেম বা এই ধরনের কোনো কিছু ছিল কি না, এ বিষয়ে নিশ্চিত নই আমি।’ 

জানা গেছে, আহত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আর কিশোর নরসিংদী সদর হাসপাতালেই চিকিৎসাধীন। 

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে প্রেম ছিল বলে স্থানীয়ভাবে জেনেছি। দুজনেরই চিকিৎসা চলছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।’ 

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪