হোম > অপরাধ > ঢাকা

কাপড়ের দোকানের কর্মচারী কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, দোকানের মালিক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে কাপড়ের শোরুমে এক এইচএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দোকানের মালিককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় দোকানের মালিককে আটক করে মোহাম্মদপুর থানার পুলিশ।

ভুক্তভোগী জানান, তিনি মোহাম্মদপুরের কেন্দ্রীয় কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি মোহাম্মদপুরের তাজমহল রোডের ‘গোল এক্সপোর্ট’ নামে একটি কাপড়ের শোরুমে চাকরি করতেন। চাকরি শুরুর পর থেকে দোকানের মালিক শহীদুল ইসলাম আহমদ তাঁকে নানা সময় বিভিন্নভাবে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করতেন।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় মালিক প্রথমে দোকানের ভেতরে ক্যাশবাক্সের পাশে খালি জায়গায় শুয়ে প্রথমে চোখে ড্রপ দেওয়ার কথা বলেন। চোখে ড্রপ দেওয়ার পর হাত মালিশ করে দেওয়ার কথা বলে আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমি দোকান থেকে দ্রুত বের হয়ে আশপাশের বাসিন্দাদের জানালে কয়েকজন প্রতিবাদ করতে আসেন। এ সময় দোকানের মালিক একটি ছুরি নিয়ে তাঁদের দিকে তেড়ে যান। তখন আমার বন্ধুবান্ধবকে খবর দিলে তারা দ্রুত ছুটে আসে। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দোকানের মালিককে আটক করে থানায় নিয়ে যায়।’

স্থানীয়রা জানান, আশপাশ থেকে গিয়ে তাঁরা অভিযুক্ত দোকানের মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু দোকানের মালিক তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবায় (৯৯৯) ফোনকল দিলে পুলিশ এসে তাঁকে আটক করে।

স্থানীয়রা আরও জানান, এই দোকানের মালিক এর আগে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তখন মেয়েরা সমাজের ভয়ে মুখ খোলেনি। চুপচাপ চাকরি ছেড়ে চলে গেছে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছে। আমরা আসামিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ