হোম > অপরাধ > ঢাকা

শিশুর প্রতি নিষ্ঠুরতা, মধ্যবয়সী গ্রেপ্তার

প্রতিনিধি

শিবপুর (নরসিংদী): গরুর দড়ির সঙ্গে ছয় বছরের শিশু নাজমুলের দুই হাত বেঁধে ছেড়ে দেন শওকত আলী (৫০)। গরুটি দৌড় দিলে পিচঢালা রাস্তায় পড়ে গিয়ে শিশুটির বুক ও পেটের অনেকখানি অংশের ত্বক ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায়। নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামে এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নাজমুলের পরিবার জানায়, গত ৩০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নাজমুলের সঙ্গে দুষ্টুমিতে জড়ান শওকত আলী। একপর্যায়ে নাজমুলের দুই হাত গরুর দড়ির সঙ্গে বেঁধে পিচঢালা রাস্তায় গরুটি ছেড়ে দেন। গরু দৌড় দিলে নাজমুল রাস্তায় পড়ে যায়। গরুটি তাকে অনেক দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে পেট ও বুকের বেশ কিছু জায়গার ত্বক ছিঁড়ে যায় তার।

নাজমুলের ফুফাতো বোন সুমি আক্তার সেলফোনে এ প্রতিনিধিকে বলেন, আমরা এর বিচার চাই। শিশুটির বাবা নেই, মা স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। নাজমুল নানার বাড়িতে থাকে। একটা এতিম শিশুর সঙ্গে কেউ এ রকম আচরণ করতে পারে না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

শনিবার সকালে বিষয়টি নিয়ে স্থানীয়রা ফেসবুকে লেখালেখি করলে ঘটনাটি জানাজানি হয়। আজ রোববার বিকালে শিবপুর মডেল থানার পুলিশ অভিযুক্ত শওকত আলীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আজ বিকালে মামলার আসামী শওকত আলীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

এদিকে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। সরকারের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ব্যয়ভার গ্রহণের পাশাপাশি খাদ্যসামগ্রী ও জামা-কাপড় দেওয়া হয়েছে।

শিশু নাজমুল মিয়ারগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। অভিযুক্ত শওকত আলীও একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু