হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫  

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৯ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ ও ৭২০ ক্যান বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাসির উদ্দিন (২৮), মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮), মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮)। 
 
র‍্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২ পিস ইয়াবা ও ২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় মো. নাসির উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। 

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের দেওশুর প্রজেক্ট গলি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ ক্যান বিয়ার ও ৪ লিটার বিদেশি মদসহ মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১০ হাজার জব্দ করা হয়েছে। 

মেজর ওবায়দুর রহমান আরও বলেন, এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান