হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫  

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৯ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ ও ৭২০ ক্যান বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাসির উদ্দিন (২৮), মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮), মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮)। 
 
র‍্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২ পিস ইয়াবা ও ২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় মো. নাসির উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। 

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের দেওশুর প্রজেক্ট গলি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ ক্যান বিয়ার ও ৪ লিটার বিদেশি মদসহ মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১০ হাজার জব্দ করা হয়েছে। 

মেজর ওবায়দুর রহমান আরও বলেন, এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট