হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫  

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৯ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ ও ৭২০ ক্যান বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাসির উদ্দিন (২৮), মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮), মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮)। 
 
র‍্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২ পিস ইয়াবা ও ২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় মো. নাসির উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। 

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের দেওশুর প্রজেক্ট গলি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ ক্যান বিয়ার ও ৪ লিটার বিদেশি মদসহ মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১০ হাজার জব্দ করা হয়েছে। 

মেজর ওবায়দুর রহমান আরও বলেন, এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত