হোম > অপরাধ > ঢাকা

শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে (৯) ধর্ষণের পর হত্যার দায়ে মোশাররফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিশুটিকে হত্যার পর লাশ গুম করায় আরেক ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন। রায় ঘোষ নাকালে আসামি মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত মোশাররফ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি নিহত শিশুটির দূর সম্পর্কের দাদা। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর মোশারফ মিয়া শিশুটির বাবা মায়ের বাসায় বেড়াতে আসে। পরদিন সকালে শিশুটিকে নাশতা খাওয়ানোর কথা বলে সকালে বাইরে নিয়ে যায়। এরপর থেকেই দুজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটির বাবা প্রথমে রূপগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ মোশাররফকে গ্রেপ্তার করলে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। তারই দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার জাঙ্গীর এলাকার আনন্দ হাউজিং এর কাশবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। মামলায় মোট ১১ জন সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তি অনুযায়ী আদালত এই রায় ঘোষণা করেছেন। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ