রাজধানীর দক্ষিণখানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার চুরি ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ১১ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ।
দক্ষিণখানের চালাবন এলাকা থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর গ্রামের মৃত আনসার আলী দেওয়ানের ছেলে জাহিদুল ইসলাম সুমন (৪০), ময়মনসিংহের ফুলপুর থানাধীন হাটপাগলা গ্রামের আবুল কালামের ছেলে মো. রিপন (৩৮), বাগেরহাটের মোড়লগঞ্জ কামলা গ্রামের মান্নান হাওলাদের ছেলে জামরা হাওলাদার (৩৩), ঝিনাইদহের শৈলকুপা থানাধীন গোলল নগর গ্রামের চান মিয়ার ছেলে মো. মিলন (৩৪), ভোলার শশীভূষণ উপজেলার গোলক নগর গ্রামের মো. লিটন ফরাজী (৩৪) ও একই উপজেলার রসুলপুর গ্রামের কবির ব্যাপারীর ছেলে আলামিন ব্যাপারী (২৮)।
তাঁদের হেফাজত থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৯০ মিটার ভূগর্ভস্থ ৩৩ কেভি লাইনের কপার ক্যাবল, মাটি খননের এস্কেভেটর, চোরাইল মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
পরিদর্শক সালাহ উদ্দিন আরও বলেন, অভিযোগের তদন্ত করে বিকেল ৩টার দিকে দক্ষিণখান থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তারা উপপরিদর্শক (এসআই) আন্নান উল আলম দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাই কপার ক্যাবল, ট্রাক ও এস্কেভেটর জব্দ করেন। সেই সঙ্গে মূল হোতা জাহিদুল ইসলাম সুমনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।