হোম > অপরাধ > ঢাকা

বিষ পান করে পরিবারকে জানালেন কলেজছাত্রী, ঢামেকে মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়। পরিবার বলছে, ওই তরুণী বিষপানের পর নিজেই তাঁদের জানিয়েছেন। 

তরুণী অদিতি রাণী রায় (১৮) বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। তিনি হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার লিটন চন্দ্র দের মেয়ে। 

অদিতির বাবা লিটন চন্দ্র দে আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে পড়াশোনায় অমনোযোগী পেয়ে গত রাতে মেয়েকে বকাঝকা করা হয়। ভোরের মেয়ে নিজেই তাঁদের জানান যে তিনি বিষ পান করেছেন। বলেই অচেতন হয়ে যান। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে স্বজনেরা ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, স্বজনেরা জানিয়েছে যে, তিনি বাসায় বিষ পান করেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানার পুলিশকে জানানো হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে