হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে রিতু হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেপ্তার 

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর আছিয়া আক্তার রিতু হত্যা মামলার পলাতক আসামি এনামুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গতকাল বুধবার র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে মধ্যরাতে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার এনামুল হক (২৮) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফতেরপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। 

হত্যাকাণ্ডের স্বীকার আছিয়া আক্তার রিতু (২৭) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের মো. মকবুল হোসেনের মেয়ে। 

র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম বলেন, পুবাইল ওভারব্রিজের নিচের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল স্বীকার করেছেন যে ছয় মাস আগে রিতুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে দেড় মাস আগে পরিবারের অনুমতি ছাড়া গোপনে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে এনামুলের সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে বলে রিতু এনামুলকে সন্দেহ করতে থাকেন। একপর্যায়ে গত ৭ জানুয়ারি রাত দুইটার দিকে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় এনামুল উত্তেজিত হয়ে রিতুর ওড়না কেড়ে নিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। এরপর মরদেহ বাথরুমে রেখে পালিয়ে যান। 

গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে র‍্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক এনামুল হককে শনাক্ত করে। 

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃত এনামুলকে গতকাল মধ্যরাতে থানায় সোপর্দ করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামের রতন মিয়ার বাড়িতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১