রাজধানীর উত্তরা থেকে ইয়াবাসহ মো. হোসেন আলী (২৭) নামের একজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর চেকপোস্ট সংলগ্ন মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হোসেন আলী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের মৃত আব্দুল সুলতানের ছেলে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর প্যান্টের পকেটে তল্লাশি করে পলিথিনের ভেতর সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।