হোম > অপরাধ > ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দিনমজুরের মৃত্যু

প্রতিনিধি, ঢামেক (ঢাকা)

রাজধানীর মিটফোর্ড বালুরঘাট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মারা যান।

আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আলমগীরকে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাঁর বুকের ডান পাশে কয়েকটি, ডান গালে ও হাতে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় আনোয়ার হোসেন (৩৮) নামের আরেক শ্রমিক আহত হন। তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আলমগীর ও আহত আনোয়ার হোসেনের সহকর্মী মাহবুল খান বলেন, ‘তাঁরা দুজনই কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় থাকেন। মিটফোর্ড হাসপাতাল-সংলগ্ন বালুরঘাটে ট্রাক থেকে ভাঙারি মালামাল নামানোর কাজ করেন তাঁরা। ভোরে যখন কাজ করছিলেন তাঁরা, তখন এক ব্যক্তি দৌড়ে তাঁদের কাছে এসে জানান, ছিনতাইকারীরা তাঁর বিদেশ যাওয়ার কাগজপত্র ও টাকা-পয়সা সব ছিনিয়ে নিয়ে গেছে। ছিনতাইকারীরা নৌকায় করে পালিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তিকে সাহায্য করতে তাঁরা দুজন আরেক নৌকায় করে ছিনতাইকারীদের ধরতে যান। এ সময় ছিনতাইকারীরা নৌকার মধ্যেই তাঁদের দুজনকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর ছিনতাইকারীরা দুটি নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদীর ওপারে চলে যায়। তখন আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে আলমগীরের অবস্থার অবনতি দেখে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসকেরা।

নিহতের ভাই শাহআলম বলেন, তাঁদের বাড়ি শরিয়তপুর জেলার পালং উপজেলার ছোট বিনদপুর গ্রামে। তাঁর বাবার নাম আবুল হাসেম ব্যাপারী। তিন ছেলে ও এক মেয়ের বাবা তিনি। পরিবার গ্রামে থাকলেও তিনি জিঞ্জিরাতে থাকতেন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে