হোম > অপরাধ > ঢাকা

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য, হাসপাতালে ভর্তি

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে মীর আবদুল হান্নান (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে। 

আজ রোববার বেলা ৩টার দিকে মোহাম্মদপুর বছিলা থেকে তাঁকে উদ্ধার করেন স্বজনেরা। তিনি বাংলাদেশ আর্মস পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপপরিদর্শক (এবি) হিসেবে বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। 

হান্নানের শ্যালক আব্দুল মোমেন জানান, আজ দুপুরে কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় যাচ্ছিলেন আবদুল হান্নান। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তবে তাঁর কাছ থেকে কিছু খোয়া গেছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তাঁর ব্যবহৃত ফোনটি সঙ্গেই পাওয়া গেছে। 

আব্দুল মোমেন বলেন, ‘বেলা ৩টার দিকে মোহাম্মদপুর বছিলার রাস্তায় আবদুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পথচারীরা তাঁর ফোন থেকে আমাদের ফোন দেন। আমরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনেরা। জরুরি বিভাগ থেকে তাঁর পাকস্থলী ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির