হোম > অপরাধ > ঢাকা

অর্থ পাচারের তথ্য চেয়েও পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : অর্থ পাচারকারীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদকের চেয়ারম্যান বলেন, অর্থ পাচার নিয়ে দুদক কাজ করে না। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এটি নিয়ে কাজ করে।

মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেন, অর্থ পাচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু চিঠিগুলোর কোনো উত্তর আসেনি।

এর আগে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারও এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, দুই কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক। সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ ফয়েজ।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা