হোম > অপরাধ > ঢাকা

১৫ দিনেও উদ্ধার হয়নি কমলাপুর স্টেশন ম্যানেজারের ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে গত ২৩ এপ্রিল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া ফোন ও মানিব্যাগ। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় চুরির ঘটনা ঘটেছিল।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সে সময় দাবি করেছিলেন, চুরি যাওয়া মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করাও হয়েছিল। 

এই বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো মোবাইল মানিব্যাগ উদ্ধার করা যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার করার। তবে কিছু প্রক্রিয়ায় গিয়ে আটকে গেছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকে এখনো বন্ধ রয়েছে ফোন দুটি। অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে, তবে কাউকে শনাক্ত করা যাচ্ছে না।’ 

স্টেশনর ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল, মানিব্যাগ কোনো কিছুই এখনো পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে সেটাও বলতে পারছি না। পুলিশ উদ্ধার করতে পারলে হয়তো পাওয়া যাবে।’

এদিকে, গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি মোবাইল ফোন দুটি ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন। পরে তাঁকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল