হোম > অপরাধ > ঢাকা

১৫ দিনেও উদ্ধার হয়নি কমলাপুর স্টেশন ম্যানেজারের ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে গত ২৩ এপ্রিল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া ফোন ও মানিব্যাগ। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় চুরির ঘটনা ঘটেছিল।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সে সময় দাবি করেছিলেন, চুরি যাওয়া মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করাও হয়েছিল। 

এই বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো মোবাইল মানিব্যাগ উদ্ধার করা যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার করার। তবে কিছু প্রক্রিয়ায় গিয়ে আটকে গেছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকে এখনো বন্ধ রয়েছে ফোন দুটি। অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে, তবে কাউকে শনাক্ত করা যাচ্ছে না।’ 

স্টেশনর ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল, মানিব্যাগ কোনো কিছুই এখনো পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে সেটাও বলতে পারছি না। পুলিশ উদ্ধার করতে পারলে হয়তো পাওয়া যাবে।’

এদিকে, গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি মোবাইল ফোন দুটি ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন। পরে তাঁকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক