হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৮

প্রতিনিধি

নরসিংদী: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদরের শালিধা এলাকার মদনগঞ্জ রোডে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ।

আটকেরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার বারারিয়া পাড়ার মৃত কৈলাশ দেবনাথের পুত্র বিজয় দেবনাথ (৪১), শিবপুরের ভিটিপাড়া এলাকার মৃত সালাম খানের পুত্র মোকলেছুর রহমান মুকুল (৫৫), মাধবদীর বালাপুরের নুরুল ইসলামের পুত্র আাকরাম (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নিকুঞ্জ দাসের পুত্র সঞ্জীত দাস (৩২), রায়পুরার বাহেরচরের ভিকচান মোল্লার পুত্র রাসেল আহাম্মেদ রাজ (২৭), একই উপজেলার চরসুবুদ্ধি মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র জুয়েল (২৪), নরসিংদী সদরের করিমপুর গ্রামের মোস্তফা ভূঁইয়ার পুত্র মো. আল আমিন ভুইয়া (১৯), একই গ্রামের মনির হোসেনের পুত্র আফজাল মিয়া (২৩)।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে শালিধা সাকিনস্থ মদনগঞ্জ রোডে ১৬ থেকে ১৭ জনের একটি ডাকাত দল সিএনজি নিয়ে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় আটজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে একটি সিএনজি, দুটি রামদা, একটি চাপাতি, দুটি দা, একটি কাটার, একটি স্ক্রু ড্রাইভার এবং রশি উদ্ধার করা হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযানের ফলে ডাকাতির প্রস্তুতির সময় আসামিদের দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে। তাদের সহযোগী পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তারা প্রত্যেকেই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ