হোম > অপরাধ > ঢাকা

আনসার আল ইসলামের আরও এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংগঠনটির দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য সৈয়াবুর রহমান কাওসারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন তিনি। পাশাপাশি নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন কাওসার।

এর আগে গত মাসেই আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) ও বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সাল (৩৪)।

সর্বশেষ গ্রেপ্তার সৈয়াবুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা, লিফলেট ও মোবাইল হতে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাঁর কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

র‍্যাব বলছে, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ