হোম > অপরাধ > ঢাকা

বিচারপতি মানিকের ওপর হামলা: ১১ ছাত্রদল নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ ছাত্রদল নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ডের নির্দেশ দেন। 

ছাত্রদল নেতা-কর্মীরা হলেন-ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের। 

আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। প্রথমে চারজন এবং পরে আরও সাতজনকে আদালতে নেওয়া হয়। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. ফরমান আলী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঘটনার পর বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। 
 
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় আরও যারা জড়িত এবং এই ঘটনার অর্থ জোগানদাতা ও উসকানিদাতা কারা তাঁদের গ্রেপ্তারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া