হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির একটি বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট এলাকার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের ডিজিটাল ল্যাবে ল্যাপটপগুলো ছিল। ল্যাবের তালা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে স্টিলের আলমারির মধ্যে চাবি রাখা ছিল। এর পাশের রুমে নৈশ প্রহরী আ. মান্নান রাতে ঘুমিয়েছিলেন। সোমবার দিবাগত রাতে প্রথমে চোর ল্যাপটপ রাখার রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে ১২টি ল্যাপটপ নিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত যেন চোর শনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করে দেয়।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আমরা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।’ 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ