হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির একটি বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট এলাকার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের ডিজিটাল ল্যাবে ল্যাপটপগুলো ছিল। ল্যাবের তালা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে স্টিলের আলমারির মধ্যে চাবি রাখা ছিল। এর পাশের রুমে নৈশ প্রহরী আ. মান্নান রাতে ঘুমিয়েছিলেন। সোমবার দিবাগত রাতে প্রথমে চোর ল্যাপটপ রাখার রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে ১২টি ল্যাপটপ নিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত যেন চোর শনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করে দেয়।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আমরা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।’ 

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক