হোম > অপরাধ > ঢাকা

সখীপুরে সড়ক থেকে ক্ষতবিক্ষত ২ লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ও এক কৃষককে কুপিয়ে হত্যা করে সড়কে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ী বাংলাবাজার এলাকার সড়কে রক্তাক্ত মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহতদের একজন শাহজালাল (৩৫) বাঘেরবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি হামিদপুর চৌরাস্তা বাজারে মোবাইল ব্যাংকিং ও কসমেটিকসের ব্যবসা করতেন। অপর নিহত ব্যক্তি মজনু মিয়া (৫০) কৃষক ছিলেন। তিনি একই এলাকার নবু মিয়ার ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মরদেহের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ডই মনে হচ্ছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী শাহজালাল ও তাঁর প্রতিবেশী চাচা মজনু মিয়া ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে হামিদপুর চৌরাস্তা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাঘেরবাড়ী যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে হত্যা করে সড়কে লাশ ফেলে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ২০ গজ ব্যবধানে লাশ দুটি পড়ে থাকতে দেখা যায়। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়ক থেকে প্রায় ৩০ গজ দূরত্বে ফেলে রাখা হয়েছে। 

নিহত শাহজালালের বাবা আবুল হোসেন আহাজারি করে বলছেন, ‘আমরা কারও একটা টাকাও মাইরা খাই নাই, কেরা আমার এই সর্বনাশ করল! আমি এখন কেমনে বাঁচমু! তোমরা আমার ছেলেকে আইনা দাও।’ 

স্থানীয় ইউপি সদস্য আবদুস সামাদ মিয়া বলেন, সকালে জোড়া লাশ দেখে পুলিশকে জানানো হয়েছে। 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট