হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে ডাকের গাড়িতে মিললো ইয়াবা

নিজস্ব প্রতিদেবক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাকের গাড়িতে ইয়াবা বড়ি পাওয়া গেছে। এ ঘটনায় ডাক বিভাগের একজন গাড়িচালক ও তিন কর্মচারীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাজীপুরের একটি পোস্ট অফিস থেকে কেন্দ্রীয় ডাকঘর (জিপিও) হয়ে আসা বিদেশি ডাকটির গন্তব্য ছিল সৌদি আরব।

বিমানবন্দরের আট নম্বর হ্যাঙ্গার গেট থেকে আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিদেশে ডাক পাঠানোর জন্য জিপিও থেকে একটি গাড়ি বিমানবন্দরে আসে। গাড়িটি হ্যাঙ্গার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে মালামালগুলো স্ক্যান করা হলে একটি বাক্সে ইয়াবাসদৃশ বস্তুর সন্ধান মিলে।

তিনি বলেন, পরবর্তীতে ওই বাক্স খুলে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। সেই সাথে ডাক বিভাগের গাড়িটির চালক ও তিনজন কর্মচারীকে আটক করা হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ওই ইয়াবা ট্যাবলেটগুলো গাজীপুরের একটি পোস্ট অফিস থেকে ডাক বিভাগের গাড়িতে করে বিমানবন্দরে এসেছে। এটি দুবাই ট্রানজিট হয়ে সৌদি আরবের রিয়াদে যাওয়ার কথা ছিল।

এ ঘটনায় কাউকে সন্দেহ করা হচ্ছে কি–না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত আটক হওয়া ডাক বিভাগের চার ব্যক্তিকে আমাদের জিম্মায় বুঝে পাইনি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বুঝে পাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত জানানো যাবে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি