হোম > অপরাধ > ঢাকা

পানের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতিনিধি

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার উপজেলায় বেদে পল্লীর এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগে মো. হানিফ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারকৃত মো. হানিফ ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের মুন্নু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধষর্ণের ঘটনায় অভিযুক্ত মো. হানিফ তার পরিবার নিয়ে লটাখোলার একই স্থানে ভাড়া থাকতো। গতকাল শনিবার রাতে মো. হানিফ পানের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে দোহার উপজেলার লটাখোলা বেদে পল্লীর এক কিশোরীর সাথে অনৈতিক শারীরিক সম্পর্ক করে।

এ ঘটনার কিছুক্ষণ পর ওই কিশোরীর জ্ঞান ফিরলে বিষয়টি সে তার পরিবারের সদস্যদেরকে জানায়। ভুক্তভোগী ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের লোকজন তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিশোরীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে দোহার থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল আলম জমাদ্দার জানান, এই ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট