হোম > অপরাধ > ঢাকা

নরসিংদীতে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রানা আকবর মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে। 
 
নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে। 

নিহতের স্বজনেরা জানান, রাতে পূজামণ্ডপ এলাকা ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা। এ সময় সন্ত্রাসীদের ৮-১০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট