ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘গোলাম মোস্তফা বাসায় ডেকে এনে এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ আসে আমাদের কাছে। এরপর এ নিয়ে মামলা হয় এবং আমরা ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাই। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে গোলাম মোস্তফা ওই ছাত্রীকে নিজ বাসায় ডেকে নিয়ে যান। সেখানেই তিনি তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা সোমবার দুপুরে গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।