হোম > অপরাধ > ঢাকা

কিশোরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমূল হুদাকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল হুদা পশ্চিম কান্দাইল গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী।

নিহত নাজমুলের মামা করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার জানান, গতকাল মঙ্গলবার তাঁদের পাশের বাড়ির হিরণ, সবুজ ও ধনু মেম্বারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমূলের তর্কবিতর্ক হয়। আজ সকালে গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হওয়ার পরে বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজমূলকে ছুরিকাঘাত করে তাঁরা।

ওসি জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। এরই জের ধরে আজ বেলা ১১টার দিকে কান্দাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে ও পেছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে