হোম > অপরাধ > ঢাকা

ভাঙ্গায় বসতঘরে ১৭৩০০ ইয়াবা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বসতঘর থেকে ১৭ হাজার ৩০০টি ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার সোনাখোলা গ্রামে ওই দম্পতির বসতবাড়িতে এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার দম্পতি হলেন ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের আব্দুল মাতুব্বর (৫২) ও তাঁর স্ত্রী হেনা বেগম (৪১)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। তিনি বলেন, ‘দম্পতিকে গ্রেপ্তার করা গেলেও তাঁদের ছেলে সজীব মাতুব্বর (২৭) আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।’ 

শামীম হোসেন আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ এক দম্পতিকে আটক করা হয়।’

দম্পতির ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করেন। এরপর নিজ বাড়িতে রেখে মা-বাবার সহযোগিতায় ইয়াবার কারবারি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানান শামীম হোসেন। 

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ