হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, থানায় মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী বাসের ড্রাইভার-হেলপারসহ ২০-২৫ জনের বিরুদ্ধে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে তাঁদের দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সানারপাড় পিডিকে পেট্রল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

মামলায় মো. জজ মিয়া জানান, সুফিয়ান ও তাঁর বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে সাইনবোর্ড থেকে নিজ বাড়ি ফেরার পথে পিডিকে পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বনভোজনগামী সি. ডি. এম ট্রাভেলস বাসের চালক তাঁদের চাপ দেয়। এ সময় তাঁরা বাসটি থামালে বাসের চালক, হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০-২৫ জন অজ্ঞাতনামা যাত্রী তাঁর ভাতিজা ও বন্ধুকে কিলঘুষি ও লাথি মেরে জখম করে। পরে তাঁর ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

হাইওয়ে থানা-পুলিশ ওই বাসটিকে আটক করে এবং নিহত আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা রুজু করা হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব হলেও গাড়ির ড্রাইভার-হেলপারসহ বাসের যাত্রীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি