হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, থানায় মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী বাসের ড্রাইভার-হেলপারসহ ২০-২৫ জনের বিরুদ্ধে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে তাঁদের দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সানারপাড় পিডিকে পেট্রল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

মামলায় মো. জজ মিয়া জানান, সুফিয়ান ও তাঁর বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে সাইনবোর্ড থেকে নিজ বাড়ি ফেরার পথে পিডিকে পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বনভোজনগামী সি. ডি. এম ট্রাভেলস বাসের চালক তাঁদের চাপ দেয়। এ সময় তাঁরা বাসটি থামালে বাসের চালক, হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০-২৫ জন অজ্ঞাতনামা যাত্রী তাঁর ভাতিজা ও বন্ধুকে কিলঘুষি ও লাথি মেরে জখম করে। পরে তাঁর ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

হাইওয়ে থানা-পুলিশ ওই বাসটিকে আটক করে এবং নিহত আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা রুজু করা হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব হলেও গাড়ির ড্রাইভার-হেলপারসহ বাসের যাত্রীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে