হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, থানায় মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী বাসের ড্রাইভার-হেলপারসহ ২০-২৫ জনের বিরুদ্ধে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে তাঁদের দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সানারপাড় পিডিকে পেট্রল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

মামলায় মো. জজ মিয়া জানান, সুফিয়ান ও তাঁর বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে সাইনবোর্ড থেকে নিজ বাড়ি ফেরার পথে পিডিকে পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বনভোজনগামী সি. ডি. এম ট্রাভেলস বাসের চালক তাঁদের চাপ দেয়। এ সময় তাঁরা বাসটি থামালে বাসের চালক, হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০-২৫ জন অজ্ঞাতনামা যাত্রী তাঁর ভাতিজা ও বন্ধুকে কিলঘুষি ও লাথি মেরে জখম করে। পরে তাঁর ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

হাইওয়ে থানা-পুলিশ ওই বাসটিকে আটক করে এবং নিহত আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা রুজু করা হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব হলেও গাড়ির ড্রাইভার-হেলপারসহ বাসের যাত্রীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি