হোম > অপরাধ > ঢাকা

নির্যাতনের অভিযোগ, ৯৯৯-এ ফোন দিয়ে থানায় মুরাদ হাসানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ফোন করে জানান, তাঁকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা-পুলিশকে। এরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ধানমন্ডি থানার ডিউটি অফিসার বলেন, ‘৯৯৯-তে কল আসার পর ঘটনাস্থলে ওসি ইকরাম আলী মিয়া ও পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম স্যার গেছেন। তাঁরা ঘটনার বিষয়ে কিছু জানাননি।’

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ বাসায় গিয়েছিল। সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী এখন থানায় অবস্থান করছেন। তিনি সাধারণ ডায়েরি করবেন। সেখানে কী কী অভিযোগ করেন, সেটা দেখে বিস্তারিত বলা যাবে।’

অভিযোগের বিষয়ে জানতে সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন:

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট