হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে সুইমিংপুলে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় রিমান্ডে মা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের একটি রিসোর্টের সুইমিংপুলে ডুবে আদিজা আক্তার (৫) ও তানজিদ হুসেন ফাহিম (৩) নামের ভাই-বোনের মৃত্যুর ঘটনায় তাদের মা জিন্নাত বেগমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের রিসোর্টের সুইমিংপুলে ডুবে মারা যায় দুই ভাই-বোন। পরে রোববার রাতে শিশু দুটির বাবা মোখলেসুর রহমান মিন্টু ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশু দুটির মা জিন্নাত বেগম ও তাঁর প্রেমিক জুলহাসকে আসামি করা হয়। পরে সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘নিহতদের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট