হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে সুইমিংপুলে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় রিমান্ডে মা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের একটি রিসোর্টের সুইমিংপুলে ডুবে আদিজা আক্তার (৫) ও তানজিদ হুসেন ফাহিম (৩) নামের ভাই-বোনের মৃত্যুর ঘটনায় তাদের মা জিন্নাত বেগমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের রিসোর্টের সুইমিংপুলে ডুবে মারা যায় দুই ভাই-বোন। পরে রোববার রাতে শিশু দুটির বাবা মোখলেসুর রহমান মিন্টু ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশু দুটির মা জিন্নাত বেগম ও তাঁর প্রেমিক জুলহাসকে আসামি করা হয়। পরে সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘নিহতদের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে