হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে সুইমিংপুলে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় রিমান্ডে মা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের একটি রিসোর্টের সুইমিংপুলে ডুবে আদিজা আক্তার (৫) ও তানজিদ হুসেন ফাহিম (৩) নামের ভাই-বোনের মৃত্যুর ঘটনায় তাদের মা জিন্নাত বেগমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের রিসোর্টের সুইমিংপুলে ডুবে মারা যায় দুই ভাই-বোন। পরে রোববার রাতে শিশু দুটির বাবা মোখলেসুর রহমান মিন্টু ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশু দুটির মা জিন্নাত বেগম ও তাঁর প্রেমিক জুলহাসকে আসামি করা হয়। পরে সোমবার পুলিশ জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘নিহতদের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ