হোম > অপরাধ > ঢাকা

আশুলিয়ায় অটোরিকশা থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে ধরা 

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে রিকশা–অটোরিকশা থামিয়ে চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক। হঠাৎ পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চাঁদার টাকা। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

আজ রোববার সকালে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনা জেলার পাথরঘাটা থানার মো. সুমন মিয়া (৩৬) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মো. সাগর খান (২৭)। তাঁরা আশুলিয়ার নরসিংহপুর ও গোমাইল এলাকায় ভাড়া বাসায় বাস করে আসছিলেন। 

এ ঘটনায় পলাতক আরও দুই সহযোগী হলেন–মো. ছাগির ও নুরুল দেওয়ান। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির মোট ২ হাজার ২০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নরসিংহপুর এলাকায় রিকশা ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করতেন। রিকশা প্রতি তাঁরা ৬০–৮০ টাকা করে চাঁদা আদায় করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলেই পুলিশ দেখে দৌড় দিয়েছিলেন চাঁদা আদায়কারীরা। পরে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। চাঁদাবাজির যেকোনো তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে নরসিংহপুর থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা