হোম > অপরাধ > ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষাকেন্দ্রে ‘স্যার’ পরিচয়ে পরীক্ষার্থীর ফোন নিয়ে চম্পট, থানায় জিডি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্র থেকে ‘স্যার’ পরিচয় দিয়ে এক ব্যক্তি ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে সটকে পড়েছেন। এমন অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। 

শুক্রবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে ভর্তি পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. তোফায়েল আহাম্মেদ তুষার। তিনি বলেন, ‘আমরা যারা দূর থেকে আসি, তাদের সঙ্গে মোবাইল থাকে, সে হিসেবে একজন লোক পরীক্ষক পরিচয় দিয়ে আমাদের কাছে মোবাইল আছে কি না জানতে চান, পরে তাঁর কাছে ফোন জমা দেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে আর পাওয়া যায়নি, পরীক্ষক যারা ছিলেন তাঁরাও খোঁজখবর দিতে পারেনি। পরে বিষয়টি নিয়ে শাহবাগ থানায় জিডি করেছি।’ 

জিডির বিষয়টি দেখার জন্য উপরিদর্শক (নিরস্ত্র) খালেক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘একটা জিডি হয়েছে। আমার কাছে এখনো জিডির কপিটা আসেনি। আসলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’ 

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘বিষয়টি শুনিনি, তাহলে তৎক্ষণাৎ সেখানে গিয়ে ব্যবস্থা নিতাম। এ বিষয়ে লিখিত অভিযোগ জানালে প্রক্টরিয়াল টিমকে অবহিত করব।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ