হোম > অপরাধ > ঢাকা

আদাবরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের জানান, মঙ্গলবার দিবাগত রাতে আদাবর এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। তাকে রাতেই পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেছে।

ওসি জানান, শিশুটি পরিবারের সাথে মোহাম্মদপুর এলাকায় থাকে। ঘটনার বিস্তারিত জানাতে একাধিক পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

হাসপাতালে শিশুর বাবা জানান, তারা খুবই গরিব। তিনি রিকশা চালন। শিশুটির মা বাসাবাড়িতে কাজ করেন। মোহাম্মদপুর এলাকা থেকে গত রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তার শিশুসন্তানকে আদাবরের ঢাকা উদ্যান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অটোচালকসহ দুজন শিশুটিকে ধর্ষণ করে। তারাই আবার শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে পালিয়ে যায়। পরে শিশুর বড় বোন রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়কারী ডা. আফরোজা বলেন, শিশুটির প্রস্রাবের রাস্তায় রক্তাক্ত ইনজুরি আছে। বর্তমানে হাসপাতালে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসা শেষে ওসিসিতে নেওয়া হবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’