হোম > অপরাধ > ঢাকা

আদাবরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের জানান, মঙ্গলবার দিবাগত রাতে আদাবর এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। তাকে রাতেই পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেছে।

ওসি জানান, শিশুটি পরিবারের সাথে মোহাম্মদপুর এলাকায় থাকে। ঘটনার বিস্তারিত জানাতে একাধিক পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

হাসপাতালে শিশুর বাবা জানান, তারা খুবই গরিব। তিনি রিকশা চালন। শিশুটির মা বাসাবাড়িতে কাজ করেন। মোহাম্মদপুর এলাকা থেকে গত রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তার শিশুসন্তানকে আদাবরের ঢাকা উদ্যান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অটোচালকসহ দুজন শিশুটিকে ধর্ষণ করে। তারাই আবার শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে পালিয়ে যায়। পরে শিশুর বড় বোন রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়কারী ডা. আফরোজা বলেন, শিশুটির প্রস্রাবের রাস্তায় রক্তাক্ত ইনজুরি আছে। বর্তমানে হাসপাতালে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসা শেষে ওসিসিতে নেওয়া হবে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে