হোম > অপরাধ > ঢাকা

আদাবরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের জানান, মঙ্গলবার দিবাগত রাতে আদাবর এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। তাকে রাতেই পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেছে।

ওসি জানান, শিশুটি পরিবারের সাথে মোহাম্মদপুর এলাকায় থাকে। ঘটনার বিস্তারিত জানাতে একাধিক পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

হাসপাতালে শিশুর বাবা জানান, তারা খুবই গরিব। তিনি রিকশা চালন। শিশুটির মা বাসাবাড়িতে কাজ করেন। মোহাম্মদপুর এলাকা থেকে গত রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তার শিশুসন্তানকে আদাবরের ঢাকা উদ্যান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অটোচালকসহ দুজন শিশুটিকে ধর্ষণ করে। তারাই আবার শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে পালিয়ে যায়। পরে শিশুর বড় বোন রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়কারী ডা. আফরোজা বলেন, শিশুটির প্রস্রাবের রাস্তায় রক্তাক্ত ইনজুরি আছে। বর্তমানে হাসপাতালে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে চিকিৎসা শেষে ওসিসিতে নেওয়া হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন