হোম > অপরাধ > ঢাকা

নগরকান্দায় চোরাই মোবাইল ফোন বিক্রয় চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরকান্দা থানা এলাকার কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে ওই দোকানে আনা হয়। পরে দোকানে ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়। গোপনে সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরকান্দা থানার উপপরিদর্শক সেলিম মোল্লা ও সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম ফোর্সসহ দোকানটিতে অভিযান চালান। এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন ফোন, তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রামনগর ইউনিয়নের উত্তর গুপীনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

ওসি জানান, আসামিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে শুক্রবার রাতে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে প্রযুক্তির মাধ্যমে আমাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সমস্যা হয়।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর