হোম > অপরাধ > ঢাকা

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী সখীপুর থানায় গিয়ে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকার একটি গজারি বনে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), একই এলাকার অপর হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) ও সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রী একসঙ্গে কচুয়ার চাঁদের হাট এলাকায় ঘুরতে যান। বিকেল পৌনে ৬টার দিকে বাড়ি ফেরার পথে চাঁদের হাটের উত্তর পাশে সাত-আটজন যুবক তাঁদের দুজনকেই আটক করেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সেখান থেকে তাঁদের নির্জন একটি গজারি বনে নিয়ে স্বামীকে আটকে রাখেন। পরে তাঁরা ওই গৃহবধূকে ঘণ্টাব্যাপী ধর্ষণ করেন। 

স্বামীর চিৎকারে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে সখীপুর পৌরশহরে যেতে সহায়তা করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ইতিমধ্যে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলে পাঠানো হবে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট