হোম > অপরাধ > ঢাকা

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী সখীপুর থানায় গিয়ে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকার একটি গজারি বনে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), একই এলাকার অপর হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) ও সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রী একসঙ্গে কচুয়ার চাঁদের হাট এলাকায় ঘুরতে যান। বিকেল পৌনে ৬টার দিকে বাড়ি ফেরার পথে চাঁদের হাটের উত্তর পাশে সাত-আটজন যুবক তাঁদের দুজনকেই আটক করেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সেখান থেকে তাঁদের নির্জন একটি গজারি বনে নিয়ে স্বামীকে আটকে রাখেন। পরে তাঁরা ওই গৃহবধূকে ঘণ্টাব্যাপী ধর্ষণ করেন। 

স্বামীর চিৎকারে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে সখীপুর পৌরশহরে যেতে সহায়তা করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ইতিমধ্যে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলে পাঠানো হবে।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি