হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ২১ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, আবদুল্লাহপুর ও উত্তরা এলাকায় গতকাল রোববার সন্ধ্যা থেকে র‍্যাব-১-এর ছয়টি টিম অভিযান চালিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা আজ সোমবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কেরামত আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৪), কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মৃত নজরুল ইসলামের ছেলে মো. রুবেল (২৬), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সালাউদ্দিনের ছেলে মো. শাওন (২৬), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মো. দুলালের ছেলে মো. সুমন (২৬), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মৃত শাজাহান ফরায়েজীর ছেলে নয়ন ফরায়েজী (৩২), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সামাদ শেখের ছেলে বারেক মিয়া ওরফে ইব্রাহিম (২৮), রজব আলীর ছেলে সোহেল হোসেন ওরফে রুবেল (৩১), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. সায়েম ওরফে চঞ্চল (৪৫), শেরপুর সদর উপজেলার মৃত মিন্টু মিয়ার ছেলে জুবায়ের আহমেদ জুয়েল (২৫), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মৃত শুকুর আলীর ছেলে রবি হোসেন (৩২), আব্দুল আজিজের ছেলে মো. মোখলেস (২৭), নেত্রকোনা সদরের মৃত ধনেষ চন্দ্র দাসের ছেলে রাজীবচন্দ্র দাস (১৯), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মো. নাজিমের ছেলে মো. স্বাধীন (১৯), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে আমিনুল ইসলাম ওরফে শ্যামল (২৮), জামালপুরের মেলান্দহ উপজেলার মো. মনিরের ছেলে জুলহাস শেখ (১৯), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আব্দুল মতিনের ছেলে মো. লালচান (২০), মৃত মোহর উদ্দিনের ছেলে মো. মাঝহারুল (২৪), নুর ইসলামের ছেলে নুর আলম (১৯), বরিশালের পটুয়াখালী উপজেলার মো. শাহআলমের ছেলে সাব্বির হোসেন (২০), রাজধানীর ভাটারার মৃত আলমাস আলীর ছেলে নবী হোসেন (২১) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মোজাম্মেল হোসেনের ছেলে চঞ্চল সরকার।

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১৯টি চাকু, দুটি ক্ষুর, একটি হাতঘড়ি, সাতটি মোবাইল ফোন ও নগদ ৩৯০ টাকা জব্দ করা হয়।

মো. পারভেজ রানা বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ঈদ উপলক্ষে পশুর হাটে কোরবানির পশু ক্রয় করার জন্য নগদ টাকা নিয়ে চলাচল বৃদ্ধি পাওয়ার সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র নিরীহ পথচারীদের সর্বস্ব ছিনতাই করছেন। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেট কার, মোটরসাইকেল, গাড়ি, টাকাপয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, আবদুল্লাহপুর ও উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পারভেজ রানা আরও বলেন, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা মানুষ যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি এবং মলম পার্টি চক্রের বিরুদ্ধে র‌্যাব-১-এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ