নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়া খেলার অভিযোগে ১২ জনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে আদমজীর র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের মো. জহুরুল ইসলাম (৩৮), মো. হৃদয় শেখ (২১), আখের আলী (৩৫), মো. শুকুর আলী (২২), জয়নাল উদ্দিন (১৮), মো. তকবির (১৮), মো. রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), মো. ইউসুফ (২৫), মো. সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮) ও মো. সোহেল (২৭)।
র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, দক্ষিণ রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলত এই জুয়ার আসর। অনেক দিনের চেষ্টার পর গতকাল রাতে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৮৯৫ টাকা ও ৩টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
মাহমুদুল হাসান আরও বলেন, নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।