হোম > অপরাধ > ঢাকা

ঘাটাইলে ছেলের কুড়ালের কোপে আহত বাবার মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের কুড়ালের কোপে আহত হয়ে এক বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে জমিজমা লিখে না দেওয়ায় গত ৬ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার শহর গোপিনপুর চওনাপাড়া গ্রামে বাবা আজহার আলীকে (৭০) কুড়াল দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করেন ছেলে। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ মঙ্গলবার ৯২০ ডিসেম্বর) তাঁকে দাফন করা হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজহার আলীর পাঁচ মেয়ে ও এক ছেলে। একমাত্র ছেলে  আব্দুর রহিম (৩২) জমিজমা বিক্রি করে মালয়েশিয়া ও সৌদি আরব প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। বাবা আজাহার এরই মধ্যে জমিজমার প্রাপ্য অংশ মেয়েদের বুঝিয়ে দিয়েছেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। জমিজমার ভাগাভাগি নিয়ে গত ৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে বাবা-ছেলের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বাবার মাথায় কুড়াল দিয়ে কোপ দেন ছেলে আব্দুর রহিম। 

এ সময় তাঁর মা রহিমা বেগমও আহত হন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মারা যান। 

এ ঘটনায় গত ১২ ডিসেম্বর (সোমবার) নিহতের মেয়ে রোকসানা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় মারামারি ঘটনার মামলা করেন। মামলায় নিহতের ছেলে আব্দুর রহিম ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তারকে আসামি করা হয়। বর্তমানে তারা দুজনই টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, ‘মারামারির ঘটনার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার অভিযুক্ত আসামিরা বর্তমানে জেলহাজতে রয়েছেন।’ 

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী