হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে পুত্রবধূর হাতে শ্বশুর খুনের অভিযোগ

প্রতিনিধি

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে লাবু (৭৫) নামের এক বৃদ্ধাকে নির্যাতন করে হত্যার অভিযোগ তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার পুত্রবধূ সুমি আক্তার (৪০), তাঁর পিতা সামসুল হক এবং মাতা শাহিদাকে আটক করেছে পুলিশ।    

নিহত উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামের মৃত খালেকের ছেলে লাবিব রহমান লাবু (৭৫)। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এলাকাবাসী জানায়, নিহত লাবিব রহমান লাবু তাঁর ছয় বিঘা জমি তাঁর পুত্র জিয়াউর রহমানকে কয়েক বছর আগে লিখে দেন। বাকি সম্পত্তি লিখে দেন মেয়েকে। মেয়েকে জমি লিখে দেওয়ার পর থেকেই শ্বশুরের ওপর অত্যাচার করত তাঁর পূত্রবধূ। এ নিয়ে এলাকায় একাধিকবার পুত্র বধু সুমির নামে বিচার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার লাবিব উদ্দিনকে মারধর করে পুত্রবধূ ও তাঁর দুই নাতি। তাঁকে মেরে রক্তাক্ত করে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর শ্বশুরের লাশ তাঁর শোয়ার ঘরে রেখে পুত্র বধু নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেন। পরে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সালামত খান বলেন, পুত্রবধূ সুমি লাবুকে নিয়মিত মারধর করতো। ঠিকমতো খেতে দিত না। একাধিকবার পুত্রবধূ সুমির বিচার করা হয়েছে। কিন্তু আজকে একেবারে মেরেই ফেলেছে। পুত্রবধূ সুমি খুব খারাপ মেয়ে। পুলিশ একে ধরে নিয়ে গেছে। এর যেন সঠিক বিচার হয়। 

একাধিক স্থানীয়রা আরও জানান, নিহত লাবিব রহমান লাবুর ছেলে জিয়াউর রহমান বি. বাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। সে পিতার ওপর স্ত্রীর অত্যাচারের কথা কখনো বিশ্বাস করতেন না। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা জাবে। এ ঘটনায় নিহতের পুত্রবধূ, পুত্রবধূর মা-বাবাকে কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান