হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা নিয়ে যাওয়া মাইক্রোবাসে নজর রাখছিলেন আকাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ঘটনার মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

দুপুরের আগে আকাশকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে ১৪ মার্চ আকাশ আহম্মেদকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২১ মার্চ আবারও তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। টানা ১০ দিন পুলিশ হেফাজতে থাকার পর আকাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। এই মামলায় এ পর্যন্ত ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, আকাশ সরাসরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তাঁর নেতৃত্বে এই ছিনতাই কাজে জড়িত ছিলেন অন্যান্যরা। বেশ কিছুদিন ধরেই তাঁরা ডাচ বাংলা ব্যাংকের টাকা নিয়ে যাতায়াতকারী মাইক্রোবাসটি লক্ষ্য করে আসছিলেন। তারপর ছিনতাইয়ের পরিকল্পনা করেন। আকাশ নিজেই ছিনতাই কাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাস ভাড়া করেন। পরে সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে করে তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে অবস্থান করছিলেন। ব্যাংকের টাকা নিয়ে একটি গাড়ি যাওয়ার সময় তাঁরা সেটাকে আটকান। ওই গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের নামিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকার ৪টি বাক্স নিয়ে যান। এই মামলার আসামি সোহেল রানা, হৃদয় ও মিলনের সঙ্গে পরিকল্পনা করেছিলেন। 

স্বীকারোক্তিতে আসামি আকাশ আরও বলেন, মাইক্রোবাস থেকে টাকার বাক্সগুলো নিয়ে তাঁরা নিজেদের কালো রঙের মাইক্রোবাসে তোলেন। বাক্স ভেঙে টাকাগুলো বাজারের ব্যাগে করে নিজেদের মাইক্রোবাসে যান এবং নিরাপদ স্থানে গিয়ে প্রত্যেকে টাকাগুলো নিয়ে আলাদাভাবে সটকে পড়েন। একটি বাক্সে থাকা টাকা মাইক্রোবাসে রয়ে যায়। ওই টাকাগুলো ভাড়া করা মাইক্রোবাসের চালক নিয়ে যান। 
 
৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্লান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত