হোম > অপরাধ > ঢাকা

নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করায় জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসায় নির্যাতন ও টয়লেটে শিশু গৃহকর্মীকে আটকে রাখা হয়েছিল। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অন্য বাসার এক গৃহশিক্ষক গৃহকর্তার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহশিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টার রোডের দীন স্কয়ার রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহশিক্ষকের নাম ওমর ফারুক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্ধার হওয়া গৃহকর্মীর বয়স আনুমানিক ৬ বছর। 

নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করতে গিয়ে গৃহশিক্ষক মারধরের শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এটা মারধর কি না বলতে পারব না। দুই পক্ষকে আগামীকাল ডেকেছি। বিস্তারিত জেনে বলতে হবে। বিস্তারিত জানার জন্য থানা থেকে পুলিশ গেছে।’ 

তিনি আরও বলেন, ‘গৃহশিক্ষকও ভুল করেছেন। মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চেয়েছে। তাকে পুলিশ কিংবা বাসার কমিটির কাছে দেওয়া উচিত ছিল। কিন্তু সে নিজের সঙ্গে নিয়ে গেছে।’ 

এ দিকে আহত গৃহশিক্ষকের মামা সুপ্রিম কোর্টের আইনজীবী এসএ লালন ঘটনার বিবরণ দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) নাকি শিশুটিকে মারধর করে টয়লেটে আটকে রেখেছিল। আজ সন্ধ্যায় সে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে লিফটে ওঠে। এই সময়ে আমার ভাগনে ওমর ফারুক একই ভবনের একটি ফ্ল্যাটে পড়ানো শেষ করে লিফটে উঠলে মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চায়। পরে ওমর ফারুক মেয়েটির বিষয়টি আমাকে জানায়। তখন আমি পুলিশকে জানাতে বলি। কিন্তু সে পুলিশকে জানাতে পারছিল না। পরে ফার্মগেটে আমাদের অফিসে নিয়ে আসে। এখানে আসার পরে বাসার দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে পরে ওমর ফারুককে মেয়েটিকে নিয়ে বাসায় যেতে বলে। নিয়ে যাওয়ার পরেই তাকে মারধর করা হয়।’ 

লালন অভিযোগ করেন, ‘ওই ব্যক্তি আমার ভাগনেকে হত্যার হুমকি দিয়েছে। মেরে ফেললে নাকি তাকে কেউই কিছু করতে পারবে না!’ 

খোঁজ নিয়ে জানা গেছে, গৃহশিক্ষক ওমর ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তিনি ২৭ নম্বর বাসায় পড়াতেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস