হোম > অপরাধ > ঢাকা

মাদক ব্যবসা নিয়ে শ্বশুর–জামাই সংঘর্ষ

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

জামাতার হামলায় শ্বশুর–শাশুড়ি আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন জামাই। মামলা প্রত্যাহার করা না হলে শ্বশুরবাড়ির লোকজনদের অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকিও দিয়েছেন জামাতা জালাল উদ্দিন। এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা উত্তরপাড়া গ্রামে। 

খোঁজ নিয়ে জানা যায়, তিন বছর আগে পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার জালাল উদ্দিনের সঙ্গে মধুপুর উপজেলার মহিষমারা উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলাম রাজুর মেয়ে সুমার বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। আদরের মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে জালাল উদ্দিনকে ঘরজামাই রেখেছেন শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই জালাল উদ্দিন নেশাগ্রস্ত হয়ে পড়ে। মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মেয়েকে নির্যাতন করে। ধীরে ধীরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। গত ২২ জুলাই আমার মেয়ে মাদক ব্যবসা করতে নিষেধ করলে জালাল উদ্দিন ক্ষিপ্ত হন। সুমা বাড়িতে এসে আমাকে বিষয়টি জানালে তাকে স্বামীর ঘরে যেতে দেইনি। পরদিন সকালে বিষয়টি নিয়ে আলোচনা করার চিন্তা–ভাবনা করেছিলাম। কিন্তু নেশাগ্রস্ত জালাল উদ্দিন রাত সাড়ে ১০টার দিকে তাঁর সহযোগিদের নিয়ে এসে বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করে। তাদের হামলায় আমার স্ত্রী জাহানারা বেগম ও আমি গুরুতর আহত হই। জাহানারা বেগমকে রাতেই মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় সুমার মামা ওমর ফারুক বাদী হয়ে তিনজনকে আসামি করে মধুপুর থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন–জালাল উদ্দিন, কামাল হোসেন ও রফিকুল ইসলাম। 

মামলার বাদী ওমর ফারুক অভিযোগ করেন, জালাল উদ্দিনসহ অন্য আসামিরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে অ্যাসিডে ঝলসে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন জালাল। 

এ ব্যাপারে জালাল উদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে শ্বশুর বাড়িতে হামলা করার কথা স্বীকার করেন। তিনি বলেন, আমি মাদক ব্যবসা করি না। মাদক ব্যবসা করেন আমার শ্বশুর শফিকুল ইসলাম। তাঁরা গর্হিত কাজ করেন। এ ব্যাপারে বাধা দেওয়াতেই আমার সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি। 

এ ব্যাপারে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, জামাইয়ের হাতে শ্বশুর–শাশুড়ি আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা অন্য উপজেলার হওয়ায় গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন