হোম > অপরাধ > ঢাকা

জয়পুরহাটের মতিন হত্যায় সাজা কমলো ৬ আসামির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের আব্দুল মতিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জনের দণ্ড কমিয়েছেন হাইকোর্ট। সাজা কমিয়ে তাঁদের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় দেন। 

২০০৬ সালের ২৭ অক্টোবর ধারকী গ্রামের আব্দুল মতিন খুন হন। ঘটনার দিন রাতেই নিহতের ভাই মামলা করেন। বিচার শেষে এই মামলায় ২০১৬ সালের ১৭ আগস্ট সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ধারকী গ্রামের ওয়াজেদ আলী ওরফে তোরাফ, চৈতুন মোল্লা, ছাবাদুল, মাজির উদ্দিন, আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু। এ ছাড়া বিচার চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরাও আপিল করেন। হাইকোর্টের রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম বলেন, সাতজনের মধ্যে শুধু মাজির উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বাকিদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় হাইকোর্টে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, আহসান উল্লাহ, নাজমুল হাসান রাকিব, সৈয়দা ফারাহ হেলাল ও মো. বেলাল হোসেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১