হোম > অপরাধ > ঢাকা

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় ঢুকে গুলি চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে ভুক্তভোগী রেস্তোরাঁর মালিক শুক্কুর মিয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে দুজনকে। 

মামলার আসামিরা হলেন আংগুরা শপিং কমপ্লেক্সের মালিক আজাহার তালুকদার (৬৮) এবং তাঁর ছেলে আরিফ তালুকদার মোহন (২৫)। উভয়কেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদসংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় এই গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে আহত হন রেস্তোরাঁর ম্যানেজার শফিকুর রহমান কাজল (৫০), পথচারী ইউনুস (৩৫) এবং অভিযুক্তের মেয়ে লাকি (২৩)।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টায় রেস্তোরাঁ মালিকের কাছে এসে পানির বিল বাবদ ১০ লাখ টাকা চান আজাহার। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তর্কবিতর্ক করেন। একপর্যায়ে বাসা থেকে একটি পিস্তল ও একটি শটগান নিয়ে এসে শুক্কুর মিয়াকে খুঁজতে থাকেন। ভয়ে দূরে সরে যান শুক্কুর মিয়া। পরে তাঁকে না পেয়ে ফাঁকা গুলি করেন আজাহার ও তাঁর ছেলে। এ সময় রেস্তোরাঁর ম্যানেজার কাজল দৌড়ে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে তাঁর পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি দ্রুত ঘরের ভেতর আত্মগোপন করেন। 

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, সাত রাউন্ড ম্যাগাজিন লোড গুলি, একটি শটগান, একটি পিস্তলের গুলির খোসা, একটি শটগানের গুলির খোসা জব্দ করে। 

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম শিকদার বলেন, ‘এই ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।  আমরা অভিযুক্ত দুই আসামিকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি।’

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার