হোম > অপরাধ > ঢাকা

গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মে এডিসিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে জেলার অতিরিক্ত প্রশাসক (এডিসি) সুশান্ত কুমার সাহাসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে এক কলেজশিক্ষককে দুই মাসের জন্য সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

কাজী হাবিবুল আউয়াল জানান, গত ১২ অক্টোবর নির্বাচন চলাকালে সিসিটিভি ফুটেজে অনিয়ম দেখতে পেয়ে ভোটগ্রহণ বন্ধ করে দেয় কমিশন। এই অনিয়ম কীভাবে হয়েছে তা জানতে দুই দফায় তদন্ত কমিটি গঠন করে দীর্ঘ তদন্তের পর প্রতিবেদন দেন ইসি কর্মকর্তারা। 

এই প্রতিবেদনে দেখা যায়, গাইবান্ধার ৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ১২৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারাও অনিয়মের সঙ্গে জড়িত তা তদন্তে প্রমাণ হয়। 

সিইসি বলেন, নির্বাচনের দায়িত্ব অবহেলার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রিসাইডিং অফিসারদের দায়ী করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে জড়িত বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন পত্র দেবে। 

এই নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ তদন্ত কমিটি পায়নি বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি