হোম > অপরাধ > ঢাকা

গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মে এডিসিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে জেলার অতিরিক্ত প্রশাসক (এডিসি) সুশান্ত কুমার সাহাসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে এক কলেজশিক্ষককে দুই মাসের জন্য সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

কাজী হাবিবুল আউয়াল জানান, গত ১২ অক্টোবর নির্বাচন চলাকালে সিসিটিভি ফুটেজে অনিয়ম দেখতে পেয়ে ভোটগ্রহণ বন্ধ করে দেয় কমিশন। এই অনিয়ম কীভাবে হয়েছে তা জানতে দুই দফায় তদন্ত কমিটি গঠন করে দীর্ঘ তদন্তের পর প্রতিবেদন দেন ইসি কর্মকর্তারা। 

এই প্রতিবেদনে দেখা যায়, গাইবান্ধার ৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ১২৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারাও অনিয়মের সঙ্গে জড়িত তা তদন্তে প্রমাণ হয়। 

সিইসি বলেন, নির্বাচনের দায়িত্ব অবহেলার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রিসাইডিং অফিসারদের দায়ী করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে জড়িত বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন পত্র দেবে। 

এই নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ তদন্ত কমিটি পায়নি বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ